• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাসেলের চোটে কি দলে জায়গা পাবেন সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৩:১০ পিএম
রাসেলের চোটে কি দলে জায়গা পাবেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে ম্যাচ না খেলার হ্যাটট্রিক করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতা൩ নাইট রাইডার্🍌সের দলে এত এত তারকার ভিড়ে একাদশে জায়গা পাচ্ছেন না সাকিব। এবার ইনজুরিতে পড়েছেন কলকাতার গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্দ্রে রাসেল। এই সুযোগে কি একাদশে জায়গা পাবেন সাকিব? 

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের ১৭তম ওভা🌌রে হ্যামস্ট্রিংয়ে চোট🌜 পেয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। চার রান বাঁচালেও ইনজুরিতে পড়েছেন এই ক্যারিবীয়ান অলরাউন্ডার। রাসেলের চোটকে কেন্দ্র করে দিল্লি ম্যাচের আগে উদ্বেগ বিরাজ করছে কলকাতার শিবিরে।

দিল্লির বিপক্ষে ম্যাচের আগে রাসেল সুস্থ হয়ে উঠবেন কি না, নিশ্চিত করতে পারেননি দলের মেন্টর ডেভিড হাসি। ম্যাচ শেষে সাংবাদিকদের হাসি জানান, ‘‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলেছিল, ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। যন্ত্রণাও অনুভব করছে। ওকে সুস্থ করে তোলার সব রকম 💖চেষ্টা করা হবে। রাসেলের জন্য মেডিকেল দলের ব্যবস্থা করা হয়েছে। তারাই ওর সেবা করবে।’’ 

হাসি আরও জানান, ‘‘আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। ও আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রি𓆉কেটার। একটাই প্রার্থনা, রাসেল যেন দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠে নামতে পারে।&✃rsquo;’

রাসেলের সুস্থতার বিষয়ে একই অভিমত কেকেআর অধিনায়ক ইয়ন মরগানের। মরগান বলেন, ‘‘রাসেলে🦂র চোট কী জায়গায় রয়েছে, বলা সহজ নয়। আমরা চাইব, ও যেন দ্রুত মাঠে নামতে পারে।&rsqu𒈔o;’

স্থগিত হওয়া আইপিএলের এবারের মৌসুম এখনো মাঠে নামা হয়নি সাকিবের। তবে স্থগিত হওয়ার আগে কলকাতার জার্সিতে তিন ম্যাচ খেলেছিলে♑ন তিনি। তিন ম্যাচে ৩৮ রান ও দুই উইকেট নিয়েছেন তিনি। 

Link copied!